জয়পুর, ২৮ ডিসেম্বর (হি.স.): বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বললেন, গণতন্ত্রকে দুর্বল করছে বিজেপি ও আরএসএস, কংগ্রেস তা বরদাস্ত করবে না।
বুধবার সকালে জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, আমাদের লড়াই বিজেপি ও আরএসএস-এর মতাদর্শের বিরুদ্ধে। তাঁরা গণতন্ত্রকে দুর্বল করছে, মানুষ তা বরদাস্ত করবে না। ৫০ বছর পর একজন দলিত আমাদের দলের সভাপতি হয়েছেন।
অশোক গেহলট এদিন আরও বলেছেন, মানুষের সঙ্গে যুক্ত হতে বলেছেন রাহুল গান্ধী। ভবিষ্যতে সমস্ত কংগ্রেস নেতা ও কর্মী মানুষের পাশে থাকবেন।