মধুপুরে নেশা সামগ্রী ও নগদ টাকা সহ গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ মধুপুর বনকুমারি এলাকায় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী ও গাড়ি সহ আটক করা হয়েছে এক নেশা কারবারিকে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ মধুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার নেশা কারবারি৷ তাকে  মঙ্গলবার  বিশালগড়  আদালতে সোপর্দ করা হয়৷ জানা যায় ,মধুপুর বনকুমারি এলাকায় প্রত্যেক দিনের মতো সোমবার রাতেও মধুপুর থানার পুলিশ ভিহিকেল চেকিং করছিল৷ মধুপুর বনকুমারি এলাকায়  টি আর ০৭ই০২৪৭  নাম্বার একটি মারুতি সুজুকি ডিজার বি এক্স আই গাড়ি দ্রুত গতিতে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়িটি আটক করে তল্লাশি চালায়  পুলিশ৷ খবর খবর পেয়ে ছুটে আসেন এডিশ্যানাল এসপি রাহুল দাস৷ তলাশি চালিয়ে গাড়ি থেকে ৬ কেজি শুকনো গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, নগদ ৩০ হাজার ৭৭০ টাকা, একটি নোকিয়া মোবাইলসহ নেশা কারবারী ইকবাল হোসেনকে  আটক করা হয়৷ তার বাড়ি  সোনামুড়া থানা এলাকার আনন্দনগর কমলনগর৷ তাকে আটক করে মধুপুর থানায় নিয়ে আসে মধুপুর থানার পুলিশ৷  এনডিপিএস ধারায় মামলা নিয়ে মঙ্গলবার  মধুপুর থানা থেকে নেশা কারবারি ইকবাল হোসেনকে বিশালগড়  আদালতে সোপর্দ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *