করিমগঞ্জে ফেব্রুয়ারি মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ

করিমগঞ্জ (অসম) ২৭ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জে ফেব্রুয়ারি মাসের জাতীয় খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার রেশনকার্ড পিছু ৩৫ কেজি এবং পাইরতি হাউস হোল্ড বা পিএইচএইচ রেশনকার্ডধারীদের মাথাপিছু ৫ কেজি করে বরাদ্দ করা হয়েছে বলে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ থেকে জানানো হয়েছে।

এতে করিমগঞ্জের জেলা শাসক ভারতীয় খাদ্য নিগমের এরিয়া ম্যানেজারকে এক পত্র যোগে জেলার হোলসেল কোঅপারেটিভগুলির বরাদ্দ চালের পরিমাণ জানিয়ে দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রান্সপোর্টারদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই চাল ভারতীয় খাদ্য নিগম থেকে তুলে গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি, হোলসেল কোঅপারেটিভ সোসাইটিতে পৌছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে যথা সময়ে হিতাধিকারিদের এই চাল বন্টন করা সম্ভব হয়।