গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : মধ্যরাতে রঙিয়ার ২৭ নম্বর জাতীয় সড়কে আচমকা মদ্যপ যানবাহন চালক পাকড়াও অভিযান চালান অসমের পুলিশ-প্ৰধান ভাস্করজ্যোতি মহন্ত। রাজপথে একের পর এক যানবাহনের গতিরোধ করে খোদ মদ্যপ চালক এবং গাড়ির নথিপত্র তালাশি চালান তিনি।
রঙিয়া থানার পুলিশ যখন গুয়াহাটি-নলবাড়ি জাতীয় সড়কে চলমান গাড়িঘোড়াকে আটকে নথিপত্ৰ পরীক্ষা করছিল, তখন আচমকাই সেখানে গিয়ে হাজির হন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত। নিজের হাতে ব্রিথ অ্যানালাইজার নিয়ে গাড়ি চালকদের পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। বহু যানবাহন আইন অমান্যকারী চালকদের জরিমানার পাশাপাশি বাতিল করা হয়েছে লাইসেন্স।
আসন্ন ইংরেজি নববৰ্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের জনসাধারণকে সজাগ হতে আহ্বান জানিয়েছেন পুলিশ-প্ৰধান ভাস্করজ্যোতি মহন্ত। মদ খেয়ে কোনওধরনের গাড়ি যেমন দু-চাকা, হালকা ও ভারি যানবাহন না চালাতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় সড়কে দাঁড়িয়ে বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে এই অভিযান চালানো হচ্ছে। পুলিশ-প্রধানের সঙ্গে ছিলেন কামরূপ গ্রামীণ জেলার পুলিশ সুপার হিতেশচন্দ্ৰ রায়।

