শিবসাগর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : শিবসাগর জেলার নাজিরা জয়া চা বাগানে গতকাল রবিবার রাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। একই বাড়ির নিহত দুই মহিলা সদস্য যথাক্রমে মা আরতি কর্মকার ও মেয়ে মমি কর্মকার।
জানা গেছে, স্নান করতে গিয়ে প্রথমে বিদ্যুৎপৃষ্ট হন মেয়ে মমি কর্মকার। তার চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান মা আরতি কর্মকার। শেষে একই সঙ্গে দুজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নাজিরা মহকুমা সিভিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেয়ে এবং মেয়ে দুজনকেই মৃত ঘোষণা করেন।

