ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক নিযুক্ত

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : তেইশে তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক নিযুক্ত করেছে কংগ্রেস। আজ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরার নির্বাচনের জন্য বরিষ্ঠ পর্যবেক্ষক এবং পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের জন্য সাংসদ মুকুল ওয়াসনিককে মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বরিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। তেমনি, সাংসদ বেণী বেহনান ও প্রাক্তন সাংসদ জে ডি সিলাম মেঘালয়ের, সাংসদ ফ্রান্সিসকো সারদিনহা ও সাংসদ ড. কে জয়কুমার নাগাল্যাণ্ডের এবং অরবিন্দের সিং লভলী ও সাংসদ আব্দুল খালিক ত্রিপুরার পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন।  

তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কংগ্রেসও নির্বাচনের লক্ষ্যে কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছে।