অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে কোচবিহারে সুশাসন দিবস পালন বিজেপির

পারডুবি, ২৫ ডসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সুশাসন দিসব পালন বিজেপির । রবিবার অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মদিনে কোচবিহারের মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবিতে বিজেপির উদ্যোগে সুশাসন দিবস পালন করা হয়।

রবিবার জেলার মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবিতে অটল বিহারী বাজপেয়ির প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য স্বপন বর্মন, ৭ নং মন্ডলের সাধারণ সম্পাদক রঞ্জিত বর্মন, সহ সভাপতি গনেশ রায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বরা এদিন দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *