করিমগঞ্জের হ‌রিবাস‌রে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী যুবক

পাথারকা‌ন্দি (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে এক যুবক। চাঞ্চল্যকর ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে পাথারকা‌ন্দি থানাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েতের আট নম্বর ওয়া‌র্ডের হ‌রিবাস‌রে। ঘটনার পর পু‌লিশ আজ র‌বিবার সকা‌লে তদ‌ন্তে নে‌মে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্ত শে‌ষে প‌রিবারব‌র্গের হা‌তে সম‌ঝে দি‌লে এদিন বি‌কে‌লে মৃত‌দে‌হের সৎকার হয় তার নিজের গ্রা‌মের শ্মশানঘা‌টে। আত্মঘা‌তী যুব‌ক বাবুধন বা‌ল্মিকদাসের ছেলে অজিত বা‌ল্মিকদাস (‌২৩)‌।

জানা গে‌ছে, আত্মঘাতী যুবক‌টি মাত্র বছর-দে‌ড়েক আগে প্রেম ক‌রে বি‌য়ে ক‌রে ঘর বেঁধেছিল। তা‌দের এক বছ‌রের একটি পুত্রসন্তানও র‌য়ে‌ছে। যুবক‌টি ঝালমু‌ড়ির দোকানের পাশাপাশি দিনমজু‌রের কাজ ক‌রে প‌রিবার প্রতিপালন করত।

স্থানীয়‌দের বক্তব্য, শ‌নিবার রা‌তে পা‌রিবা‌রিক কিছু বিষয় নি‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে সামান্য ঝগড়া হয়। প‌রে যুবক‌টি তার শয়নঘরে একা ঘু‌মি‌য়ে প‌ড়ে। স্ত্রী চ‌লে যান শ্বশুর-শাশু‌ড়ির শয়ন ক‌ক্ষে। আজ র‌বিবার সকা‌লে সে ঘুম থে‌কে উঠ‌ছে না দে‌খে প‌রিবা‌রের লোক‌জন দরজা ভেঙে ভিত‌রে ঢুকে দেখেন, অজিতের নিথর দেহ ঝুল‌ছে তার শয়নক‌ক্ষের ক‌ড়িকা‌ঠে। সে তার পর‌নের গরম কাপ‌ড়ের ড্রোয়ার (ইনার) গলায় জ‌ড়ি‌য়ে আত্মহত্যা ক‌রে‌।

অজিত বা‌ল্মিকদাসের মৃত্যু সম্পর্কে নানাজন নানা কথা বলছেন। তবে পাথারকা‌ন্দি থানার ওসি ইনসপেক্টের সমর‌জিৎ বসুমতা‌রি জানান, পু‌লিশ ঘটনা সম্পর্কে এক‌টি অস্বাভা‌বিক মৃত্যুার মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পর তদন্তে গতি আনা হবে, জানা যাবে প্রকৃত রহস্য,।