নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ ফাঁসিতে আত্মহত্যা করল এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম অমিত কুমার সিংহ৷ বয়স ৩৭ বছর৷ ঘটনা বিশালগড়ের ডাকার বাড়ি সংলগ্ণ এলাকায়৷
মৃত ব্যক্তির ছোট ভাই জানায় সম্প্রতি অমিত কুমার সিংহ পরিবারের লোকজনদের জানায় সে বিয়ে করবে৷ এক যুবতীর সাথে তার প্রণয় ঘটিত সম্পর্ক চলছিল৷ সম্প্রতি তাদের মধ্যে কি হয়েছে কেউই জানে না৷ এরই মধ্যে শনিবার নিজ বাড়ির অদূরে ফাঁসিতে আত্মহত্যা করে অমিত কুমার সিংহ৷ পরবর্তী সময় বাড়ির লোকজন ঘটনা প্রত্যক্ষ করে পুলিসকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
2022-12-24