শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট জয় দিয়ে শুরু বাইখোড়াও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় বাইখোড়া স্কুল দলের। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে ভাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল দল আজ দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি স্কুলকে ৭ উইকেট এর ব্যবধানে। গ্রুপ লিগে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের এটি প্রথম ম্যাচ। চরকবাই স্কুল মাঠে শনিবারে অনুষ্ঠিত খেলায় টস জিতে জোলাইবাড়ি স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৬ ওভার ৫ বল খেলে তারা ১১৮ রান সংগ্রহ করলে, বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল ১১ ওভার তিন বল খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে অধিনায়ক দ্বীপায়ন রায় দুর্দান্ত খেলেছে। তেত্রিশ বল খেলে ছয়টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় সর্বাধিক ৭১ রান সংগ্রহ করে দলকে জয়ী করে তোলার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। বোলিংয়েও দুর্দান্ত সাফল্য পেয়েছিল ৪১ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে।