ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।।আগামীকাল শেষ প্রস্তুতি সেরে নেবে ত্রিপুরার মেয়েরা। শিমোগায় সোমবার ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। অনূর্ধ্ব ১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। বি সি সি আইয়ের উদ্যোগে প্রথমবারের মতো হচ্ছে ওই আসর। তাতে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে রয়েছে তানিয়া দেব। মাত্র ১৩ জন ক্রিকেটার নিয়ে ওই আসরে খেলতে গেছে ত্রিপুরা। শেষ সময়ে বোন টেস্টে ৫ ক্রিকেটার বাদ পড়ায় সমস্যায় পড়তে হয়েছে ত্রিপুরাকে। ফলে বাধ্য হয়েই ১৩ সদস্যের দল পাঠিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা। শনিবার শিমোগার জে এন এন কলেজ মাঠে সকালে অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই মাঠেই হবে ত্রিপুরার প্রথম ম্যাচ। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করে অর্পিতা-রা। আসরে সাফল্য পেতে জোড় প্রস্তুতি চলছে ত্রিপুরা দলের। ফলে প্রথমবারের মতো আসরে দলে জায়গা পাওয়া প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের কাছে ওই আসরের গুরুত্ব অপরিসীম। কোচ পীয়ুষ দেব ওই আসরকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন বলে জানান। এদিন অনুশীলন শেষে টেলিফোনে বলেন, “বিরাট কোনও প্রত্যাশা নেই। তবে এতটুকু বলতে পারি মেয়েরা শেষ বল পর্যন্ত লড়াই করবে। কোনও দলকেই সহজে জয় পেতে দেবে না”। রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ বেঙ্গলের বিরুদ্ধে, ২৮ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে, ৩০ ডিসেম্বর। চতুর্থ ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে, ১ জানুয়ারি এবং পঞ্চম তথা গ্রুপ লীগের অন্তিম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে, ৩ জানুয়ারি। ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলো: অশ্মিতা দেবনাথ, তানিয়া দেব, অঙ্কিতা তাঁতি উড়িয়া, রিফু দেববর্মা, অনিতা নোয়াতিয়া, অর্পিতা দত্ত, অর্পিতা দেবনাথ, অস্মিতা দাস, দেবী সেন, গিয়া মন্ডল, মৌমিতা সাহা, স্নিধা সরকার ও সোহাদ্রিতা দেব। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন ম্যানেজার নিবেদিতা দে, কোচ পীযূষ দেব, ট্রেইনার বাপী বিশ্বাস, ফিজিওথেরাপিস্ট মিষ্টি দেব ও অবজারভার সুজয়িতা রায়।
উল্লেখ্য, বিসিসিআই থেকে সবুজ সংকেত পেয়ে ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন অনূর্ধ্ব ১৫ বালিকাদের রাজ্য দলে আরও পাঁচজন ক্রিকেটারকে অন্তর্ভুক্তি করতে যাচ্ছে। তারা হলো অদিতি ঘোষ, দেবশ্রীতা চৌধুরী, ভূমিকা নায়েক, নন্দিতা কর ও স্নিগ্ধা দাস। আগামীকাল বেলা ১টায় তাদের মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কোচ নারায়ণ চন্দ্র দেব-এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সরাসরি বিমানে তাদেরকে ব্যাঙ্গালোরে নেওয়া হবে। সেখান থেকে সড়ক পথে শিমোগায়ে পৌঁছে রাজ্য দলে সংযুক্ত করা হবে।

