নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ চড়িলাম পরিমল চৌমুহনি জাতীয় সড়কে ট্রিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন যুবক৷ ঘটনা শনিবার বিকেল তিনটায়৷ একটি মাল বোঝাই টিপার গাড়ি বিশ্রামগঞ্জ যাওয়ার পথে চড়িলাম পরিমল চৌমুহনী আসতেই অপর দিক থেকে চড়িলাম আসার পথে একটি অ্যাপাচি বাইক নিয়ে তিন যুবক দ্রুত এসে ট্রিপার গাড়িতে সজোরে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে রামু দাস, প্রসেনজিৎ দাস এবং দীপক মজুমদার যার বাড়ি দক্ষিণ চড়িলাম এই তিন যুবক রাস্তায় ছিটকে পড়েন৷ প্রত্যক্ষদর্শীরা দুটি গাড়ির সংঘর্ষে বিকট শব্দ পেয়ে দ্রুত ছুটে আসেন এবং রাস্তায় ছিটকে পড়ে থাকা আহত তিন যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের জওয়ানরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক রামুদাস ও প্রসেনজিৎ দাস অবস্থা গুরুতর হয় তাদেরকে দ্রুত বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন৷ অপরদিকে দীপক মজুমদারের চিকিৎসা চলছে চড়িলাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে টিপার গাড়িটিকে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসেন আর অ্যাপাচি বাইকটি টিপার গাড়ির সঙ্গে
2022-12-24