তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত আমেরিকায়; বাতিল অসংখ্য বিমান, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি চরমে

ওয়াশিংটন, ২৪ ডিসেম্বর (হি.স.): তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকার স্বাভাবিক জনজীবন। তুষারঝড়ের কারণে আমেরিকার প্রায় ১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল শুক্রবার। বেশ কয়েকটি এলাকায় পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও এখনও আমেরিকার অনেক বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ। শুক্রবার সন্ধ্যার পর থেকে কার্যত অন্ধকারে ডুবে রয়েছে আমেরিকার একাংশ। তুষারঝড়ের জেরে বাতিল হয়েছে কয়েক হাজার বিমান।

উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওকলাহোমা, আইওয়া-সহ আরও বেশ কয়েকটি এলাকার প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। তুষারঝড়ের পাশাপাশি আমেরিকার মানুষ হাড়কাঁপানো ঠান্ডা বাতাসের কারণে জবুথবু। এতই ঠান্ডা পড়েছে যে, কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। ক্রিসমাস এবার কেমন কাটবে তা নিয়ে চিন্তায় বহু মানুষ।