ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। পুনরায় ঘোষণা করা হয়েছে রঞ্জি ট্রফির ত্রিপুরা দলের খেলোয়াড়দের নাম। এবার তৃতীয় ম্যাচের জন্য। প্রতিপক্ষ পাঞ্জাব। খেলা আগরতলার এমবিবি স্টেডিয়ামে। শুরু ২৭ ডিসেম্বর থেকে। ঘরের মাঠে চার দিবসীয় ম্যাচের জন্য এবার সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে টিসিএ সচিব তাপস ঘোষ ১৫ সদস্য বিশিষ্ট রাজ্য দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেছেন। তৃতীয় ম্যাচের জন্য রাজ্য রঞ্জি দলটি হলো: বিশাল ঘোষ, উদিয়ান বোস, বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জী, দীপক ক্ষৈত্রী, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা, মনিশঙ্কর মুরাসিং, অভিজিৎ সরকার, অজয় সরকার, শংকর পাল, পারভেজ সুলতান, শ্রীদাম পাল, শুভম ঘোষ। সাপোর্ট স্টাফের তালিকায় কোন পরিবর্তন আনা হয়নি। সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের আগামীকাল বেলা সাড়ে বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
2022-12-24

