মুম্বইতে ধারাবাহিকের সেট থেকে উদ্ধার অভিনেত্রী তুনিশা শর্মার দেহ

মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.): বছর শেষে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। মুম্বইতে ধারাবাহিকের সেটেই উদ্ধার অভিনেত্রী তুনিশা শর্মার দেহ । ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে রাজকন্যা মারিয়ামের চরিত্রে অভিনয় করছিলেন তুনিশা। সূত্রের খবর, শনিবার শুট করতে সেটে আসেন অভিনেত্রী। মুম্বইয়ে সেই সেটের মেকআপ রুমেই ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তুনিশাকে উদ্ধার করা হয় । তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু শেষরক্ষা হয়নি। মাত্র ২০ বছর বয়সেই সব শেষ । ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটে উপস্থিত বাকি সকলকেই। এখনও হাসপাতালেই রয়েছে তুনিশার দেহ।
সেট থেকেই খবর দেওয়া হয় তার পরিবারকে। হাসপাতালে পৌঁছে মেয়ের মৃত্যুর খবর পায় তুনিশার পরিবার। আলি বাবা ধারাবাহিকের তার সঙ্গে অভিনয় করতেন সিজান খান ও সায়ন্তনী ঘোষ। আকস্মিক এই আত্মহত্যায় হকচকিয়ে যান সকলেই। কেন আত্মহত্যা করলেন অভিনেত্রী, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এক সিনিয়র পুলিশ অফিসার সংবাদমাধ্যমে জানান, ‘ফিল্মসিটিতে রামদেব স্টুডিয়োতে শ্যুটিং হয় আলি বাবা ধারাবাহিকের। এদিনও শ্যুটিং চলছিল। শটের মাঝে ব্রেক নিয়ে বাথরুমে যান তুনিশা। এরপরই অভিনেত্রীর ঝুলন্ত দেহ পাওয়া যায় মেকআপ রুমে। সেটে উপস্থিত সকলে তড়িঘড়ি তাকে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা জানান যে, মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে তুনিশাকে। সেটে ও হাসপাতালে পুলিশ পৌঁছে গেছে। তদন্ত চলছে। আমরা সেটে উপস্থিত সকলের স্টেটমেন্ট নিচ্ছি।’
কাজ করেছিলেন নানান হিন্দি সিনেমায়। কাহানি, ফিতুর, বার বার দেখো ছবিতে কাজ করেছেন। সম্পর্কে ছিলেন শিজন খানের সঙ্গে। তাঁর সঙ্গেও বা কোনও বিবাদ অথবা মতভেদ হয়েছিল কিনা সেই প্রসঙ্গেও জানা যায়নি। তবে আজ সকালেই নিজের মেকাপ রুম থেকে একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি। তাঁর মধ্যেই যে এরকম কিছু হয়ে যাবে যেন ভাবনার অতীত।
সামনেই জন্মদিন, তাঁর আগেই অঘটন ঘটালেন তিনি। ওয়ালিভ পুলিশ ছাড়াও তাঁর পরিবারের তরফেও খবরকে সত্য বলেই জানান হয়েছে। সূত্রের খবর পুলিশি তৎপরতা হাসপাতাল চত্বরে। সমস্ত ঘটনার তদন্ত শুরু হবে। শোক প্রকাশ করেছেন কমেডিয়ান ভারতী সিং থেকে রেশমি দেশাই এবং সেফ কুণাল কাপুর। সকাল থেকেই কি তবে মন ভাল ছিল না অভিনেত্রীর?
মাত্র ২০ বছর বয়সে তাঁর আচমকা চলে যাওয়ায় যেন চিন্তার রেশ। এতসহজে হার মেনে নিলেন? যুদ্ধ করতে পারলেন না…আফসোস করছেন অভিনেত্রীর অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *