কলকাতা, ২৪ ডিসেম্বর (হি . স.) : ২৭ বছর ধরে ক্ষমতায় থাকার যে রেকর্ড ছিল পশ্চিমবঙ্গের বামেদের, বিধানসভা ভোটে জিতে গুজরাটের বিজেপি সেই কৃতিত্বকেও ছুঁয়ে ফেলল। মোটেই স্বস্তিতে নেই বামেরা।
গত মার্চে বামেদের পল্চিমবঙ্গের হাল ধরলেন মহম্মদ সেলিম। সদ্য মারা যাওয়া হাওড়ার আমতার আনিসকে কেন্দ্র করে লাগাতার আন্দোলনে ভেসে ওঠার চেষ্টা করে সিপিএম। গত ২৬ জুন ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়। এই উপনির্বাচনকে বলা হচ্ছিল আগামী বছরের বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল। ফাইনালে কী ফল হবে, তার জন্য এখনও অপেক্ষা করতে হবে। তবে, সেমির ফল কপালের ভাঁজ আরও বাড়ালো বামেদের। চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয় বিজেপি গত ২৯ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসনের মধ্যে ৮টি পায় তৃণমূল। ১টি পায় বিজেপি। প্রাক্তন মন্ত্রী, সিপিএমের অন্যতম বড় নেতা অশোক ভট্টাচার্য ভোটের মাঝপথেই চলে যান চরম বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ তুলে।