আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ; মৃত্যু এক পুলিশ কর্মীর, আহত ৬

ইসলামাবাদ, ২৩ ডিসেম্বর (হি.স.): আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শুক্রবার ইসলামাবাদের আই-১০/৪ সেক্টরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ কর্মী। এছাড়াও বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন পুলিশ কর্মী ও দু”জন সাধারণ নাগরিক। এই বিস্ফোরণের পর ইসলামাবাদ শহরে জারি করা হয়েছে ”লাল সতর্কতা”।

পুলিশের উপ-মহাপরিদর্শক সোহেল জাফর চট্টা বলেছেন, শুক্রবার সকাল ১০.১৫ মিনিট নাগাদ এই এলাকায় একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় পুলিশ। ওই গাড়িতে একজন পুরুষ ও একজন মহিলা ছিল। পুলিশ গাড়ি থামাতে বললেই দম্পতি গাড়ি থেকে বেরিয়ে আসে। পুলিশি জেরার সময় কিছু অজুহাতে গাড়ির ভিতরে গিয়েছিল সে এবং তারপরে নিজেকে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয় ও ৪ জন পুলিশ কর্মী-সহ ৬ জন আহত হয়েছেন।