ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।হলো না স্বপ্ন পূরণ বীরেন্দ্র ক্লাবের। চন্দ্র মেমোরিয়াল লিগে লালবাহাদুর ক্লাবের বিরুধ্যে শেষ পর্যন্ত আর জয়ের মুখ দেখা সম্ভব হলো না বীরেন্দ্র ক্লাবের। উল্টো এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট হাসিল করে নিলো লালবাহাদুর ব্যায়ামাগার। রোমাঞ্চকর এই ম্যাচে লালবাহাদুর শিবির ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো বীরেন্দ্র ক্লাবকে। বিজয়ী দলের হয়ে মোজেস জোড়া গোল করেন। এছাড়া একটি গোল করেন জেসি। অপরদিকে বীরেন্দ্র ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ডোমিনিকা। ম্যাচের শুরু থেকেই চাপান উতর লড়াই চলে দুদলের ফুটবলারদের মধ্যে। গোল আদায়ের লক্ষ্যে দু দলই এটাক কাউন্টার এটাক সাজায়। কিন্তু তিন কাঠিতে বল রাখতে পারছিল না কোনো দলের স্ট্রাইকাররাই। ৩৬ মিনিটে বীরেন্দ্র ক্লাবের বক্সে পেনাল্টি পায় লালবাহাদুর। যাকে গোলে পরিনত করে দেয় জেসি। গোলটা হজম করে পাল্টা তা পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে বীরেন্দ্র ক্লাব। প্রথমার্ধ প্রায় শেষ। ৪৫ মিনিটে বীরেন্দ্র ক্লাবের হয়ে ডোমিনিক গোল করে ম্যাচে সমতায় ফিরিয়ে আনে দলকে। ১-১ গোলে যবনিকা ঘটে প্রথমার্ধের। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ। গোল করার নেশায় বুঁদ দুদলই। ৪৮মিনিটে লালবাহাদুরের হয়ে মোজেস দ্বিতীয় গোল আদায় করে নেয়। শুরু হয়ে গেল হালকা পাতলা ফ্রি স্টাইলের খেলা ম্যাচে। সময় কাটতে থাকতে নিজস্ব মেজাজে। দ্বিতীয়ার্ধে পরপর দুটো পেনাল্টির আবেদন করে বীরেন্দ্রর ফুটবলাররা। তবে এই আবেদন নাকচ করে দেয় রেফারি বিশ্বজিৎ দাস। সুযোগে ৬৪ মিনিটে লালবাহাদুরের হয়ে তৃতীয় তথা নিজের জোড়া গোল করে নেয় মোজেস। ব্যস ব্যবধান আরো বেড়ে গেল। ৩-১ অবস্থান। এই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত আর দ্বিতীয় বারের মতো গোল আদায় করতে পারেনি বীরেন্দ্র শিবির। ম্যাচ শেষ। আচমকাই লালবাহাদুরের ফুটবলার প্রতাপ দেববর্মা অযাচিত একটি ফাউল করে। যার জন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। আর যায় কোথায়। উত্তেজিত হয়ে পড়ে গোটা লাল বাহাদুর শিবির। মাঠের বাইরে ও এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালবাহাদুরের সভ্য সমর্থকরা নিজেদের যোগ্যতা অনুযায়ী অশ্রাব্য গালাগাল দিতেও ভুলে যান নি রেফারিকে। মাঠের বাইরে থেকে উত্তেজিত একজন দর্শক ছেড়া জুতো দিয়ে ঢিল ও মারলো রেফারির উদ্যেশ্যে। দুর্ভাগ্য এই ঢিলটি টি এফ এর লীগ কমিটির সচিব মনোজ দাসের গায়েই এসে পড়ে। কার উদ্যেশ্যে ঢিল, কে হজম করলো, এটাই হয়তো বিধির বিধান। অবশেসে জয়ের সফলতা নিয়েই মাঠ ছাড়লো লালবাহাদুর শিবির। তবে ম্যাচ জিতে ও যে রকম আচরণ করলো লালবাহাদুর শিবির সহ সভ্য সমর্থকরা, তা নিয়েই উঠছে এখন অবিরাম প্রশ্ন।
2022-12-23

