রায়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): শুক্রবার ভোর ৩টার দিকে ছত্তিশগড়ের কবিরধাম জেলার কাওয়ার্ধায় একটি অনিয়ন্ত্রিত মারুতি ইকো গাড়ি উল্টে ৫০ ফুট নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ফাগু যাদব (৬০), সতী বাই (৩৫) যাদব, কৌশল্যা (৭০) এবং মালতী (৪৫)। ঘটনাটি ঘটেছে কাওয়ার্ধার কুকদুর থানার অন্তর্গত চিলফি উপত্যকা এলাকার পোলমি গ্রামের কাছে আগরপানি উপত্যকায়।
পুলিশ জানিয়েছে, এলাহাবাদে পরিবারের এক সদস্যের অস্থি বিসর্জন করে গাড়িতে করে ফিরছিলেন এক পরিবারের আটজন সদস্য। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন এবং রায়পুরে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।