পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার, ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই জিতেছে তৃণমূল। এমন বিপুল হারের পর তার দায় পুলিশ প্রশাসনের উপর চাপিয়েছে বিজেপি।
নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘‘পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এ রাজ্যে নিরপেক্ষ ভোট কোনও দিনই সম্ভব নয়। পুলিশ দলদাস থেকে ক্রীতদাস হয়েছে। তারাই নির্বাচন করছে, তারাই গণনা করছে। এখানকার ভোটারদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে।’’
অন্য দিকে তৃণমূলের দাবি, নন্দীগ্রামে শুভেন্দুর সমস্ত দাপট ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে। পঞ্চায়েতে বাকিটাও হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের একটি সমবায় ভোটের ফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, নন্দীগ্রামে এক দিকে যেমন রাজ্যে জমি আন্দোলনের আঁতুড়ঘর বলে পরিচিত, তেমনই এই কেন্দ্রেই গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। বস্তুত, নন্দীগ্রামের ভোটের ফলের জেরেই রাজ্য বিজেপিতে আলাদা পরিচিতিও পেয়ে থাকেন শুভেন্দু। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে সেই শুভেন্দুর খাসতালুকেই বিজেপির এই বিরাট হার কতটা ইঙ্গিতবাহী, জল্পনা শুরু হয়েছে তা নিয়ে।

