বদরপুর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের ১৩–তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উৎসব শুরু

বদরপুর (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং শিল্প সংস্কৃতিতে মনোনিবেশ দিতে হবে । এর ফলে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে । এক্ষেত্রে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে চর্চাটা শেষ নয় । বাড়িতেও এই চর্চা চালিয়ে যেতে হবে তবে অবশ্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে । শুক্রবার বদরপুর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় ৫ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সূচনা পর্বে নিজের অভিমত ব্যক্ত করেন বরাক ব্যালি সিমেন্ট কোম্পানির আধিকারক মুকেশ আগারওয়াল । তিনি বলেন, খেলা ধুলায় আমাদের শরীর সুস্থ থাকে আবার সাংস্কৃতি আমাদের মধ্যে ঐক্য গড়ে ওঠে।

বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের ১৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উৎসব শুরু হয়। পাঁচদিন ব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আজ ছিল প্রথমদিন। অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকাল ১০টায়। মঙ্গলাচরনম, দীপপুঞ্জ ও পরকাউত্তলনের মাধ্যমে। এরপূর্বে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য সকল অতিথিদের বরন করে নেওয়া হয়। অতিথিদের পরিচয় প্রদান করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষকমাননীয় প্রশান্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রধান অতিমি অঞ্জলী বেহেনজী (ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান,)
সম্মানীয় অতিথি মুকেশ আগরওয়ালজী (বদরপুর বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের প্রধান কার্যনির্বাহী অফিসার) অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিযুষ কান্তি মজুমদার, পরিমল কর্মকার, অরুণ কর্মকার, সৈয়দ হাবিবুর রহমান, গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং বদরপুর পুরসভার ৫নং ওয়ার্ড কমিশনার মিঠুন শুল্কবৈদ্য এবং অন্যান্যরা । অনুষ্ঠানের অন্যান্য আকর্ষনীয়

দিক গুলি ছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রদর্শিত মার্চ ফাস্ট, গার্ড অব ওনার, পিরামিড, এসপিটি, বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম প্রদর্শন। এরপর ক্রীড়া প্রতিযোগি তার মশাল প্রজ্জ্বলন করেন অঞ্জলী রেহেনর্জী এবং উনার মূল্যবান আশীর্বাদ প্রদান করেন ছাত্র-ছাত্রীদেরকে ও ক্রীড়া প্রতিযোগিতার শুরু হওয়ার ঘোষনা করেন। অবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শিউলি দাশগুপ্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *