নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): প্রসার ভারতী নিউজ সার্ভিস (পিবিএনএস)-র ডিজিটাল শাখার প্রধান সমীর কুমারের মুকুটে নতুন পালকের সংযোজন। ”লোকনায়ক জয়প্রকাশ পুরস্কার”-এ সম্মানিত হয়েছেন তিনি। জাতীয় যুব প্রতিভা সম্মানের শ্রেণীতে এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। বিদেশে প্রায় ১৩-১৪ বছর কাজ করার পর, কিছু করার ইচ্ছেশক্তি নিয়ে তিনি দেশে ফেরেন। তিনি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও মিডিয়া সেক্টরে বেশ কিছু স্টার্টআপের উপদেষ্টা ও বিনিয়োগকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। ”মিথিলা মাখান” নামে একটি চলচ্চিত্রর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বুধবার লোকনায়ক জয়প্রকাশ রাষ্ট্রীয় কলা ও সংস্কৃতি প্রতিষ্ঠান এবং লোকনায়ক জয়প্রকাশ আন্তর্জাতিক অধ্যয়ন বিকাশ কেন্দ্রের যৌথ তত্ত্বাবধানে লোকনায়ক রাষ্ট্রীয় স্মৃতি সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের স্বার্থে যে সমস্ত ব্যক্তিরা অমূল্য অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রসিদ্ধ কলাবিদ, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ, চলচ্চিত্র পরিচালক, কলাকুশলী, সাংবাদিক প্রভৃতি ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়।
লোকনায়ক জয়প্রকাশ জাতীয় শিল্প ও সংস্কৃতি ফাউন্ডেশনের জাতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ ওঝা বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয়, যারা তাদের অমূল্য জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সমাজকে সমৃদ্ধ করছেন, তাঁরা তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা। সংগঠনের জাতীয় সম্পাদক ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. দয়াশঙ্কর তিওয়ারি বলেছেন, এই সম্মাননা শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নয়, আগামী প্রজন্মকে সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করাও। সংগঠনের সভাপতি, প্রবীণ সাহিত্যিক ও প্রাক্তন আইএএস হেমন্ত শেষও নির্বাচিত সকল বিশিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন।অনুষ্ঠানে শিল্পী ও চিন্তাবিদ পদ্মশ্রী কপিল তিওয়ারিকে সংস্কৃতি শিখর সম্মান এবং সমসাময়িক চিত্রশিল্পী অর্পনা কৌরকে কলা রত্ন সম্মান দেওয়া হয়। এছাড়াও অধ্যাপক সচ্চিদানন্দ মিশ্রকে শিক্ষা সম্মান দেওয়া হয়, সাহিত্য ও দর্শনের সম্মান পেয়েছেন ওড়িশার প্রাক্তন পুলিশ মহানির্দেশক ও লেখক অরুণ কুমার উপাধ্যায়, শিল্প সংরক্ষণ ও অনুপ্রেরণার সম্মান পেয়েছেন বিহার মিউজিয়ামের মহাপরিচালক অঞ্জনী কুমার সিং, শিল্প সংস্কৃতি প্রচারের সম্মান দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের ওস্তাদ আলাউদ্দিন খানকে, কলা সংস্কৃতি লেখন সম্মান প্রবীণ লেখক ও প্রাক্তন বাণিজ্য কমিশনার নর্মদা প্রসাদ উপাধ্যায় এবং অলোক পারাদকারকে দেওয়া হয়।
এছাড়াও বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী প্রিয়া ভেঙ্কটা রমনকে সঙ্গীত সম্মান, ভিজ্যুয়াল আর্টে সম্মান প্রদান করা হয় গোয়া মিউজিয়ামের পরিচালক সুবোধ কেরকারকে, লোকনায়ক যশ সম্মান পেয়েছেন সিমলা পুলিশের আইজি জয় প্রকাশ সিং, লোককলা সম্মান উত্তরপ্রদেশের কোহবার শিল্পের সিনিয়র চিত্রশিল্পী রামশব্দ সিংকে, লোকনায়ক বিশিষ্ট অবদান পুরস্কার দেওয়া হয়েছে চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের যুব কল্যাণ শাখার ডিরেক্টর ডঃ অরবিন্দ সিং কাংকে, পারফর্মিং আর্টস পুরস্কার দেওয়া হয়েছে ওড়িশার তরুণ নাট্যকার এবং অভিনেতা নলিনী নিহার নায়ককে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, সম্মানিত অতিথি হিসাবে ছিলেন পদ্মবিভূষণ ডক্টর সোনাল মান সিং এবং পদ্মশ্রী শোভনা নারায়ণ এবং উপভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত সিং।