নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): করোনা নিয়ে কোনও রাজনীতি করা হয়নি, বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কংগ্রেস-সহ বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে মনসুখ বলেছেন, “আমরা কোভিড নিয়ে কোনও রাজনীতি করিনি। গোটা দেশে বড় বড় হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং চালানো হচ্ছে। আমরা দেশে পর্যাপ্ত পরিমাণ ওষুধ পর্যালোচনা করেছি।”
উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কোভিড প্রোটোকল মেনে চলার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এরপর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস। এদিনই সংসদ চত্বরে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এখন যখন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করতে চলেছে, তখন তাঁরা বলছে কোভিড-১৯ ওমিক্রন সংক্ৰমণ বাড়ছে। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর।