ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।।
ফ্রেন্ডস ইউনিয়নকে নিয়ে ছেলেখেলা করে জয় পেলো এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে। ম্যাচে এগিয়ে চলো সংঘ ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো ফ্রেন্ডস ইউনিয়নকে। ধারে ভারে সব দিক থেকেই এগিয়ে থেকে মাঠে নামে এগিয়ে চলো সংঘ। বিগ বাজেটের টিম বলে কথা। তবে ম্যাচে যেই ভাবে একের পর এক গোলের সুযোগ নষ্ট করলো এগিয়ে চলোর ফুটবলাররা তা দেখে দর্শকরা অবাক। গোল তো গোল , পেনাল্টি পর্যন্ত হাতছাড়া হলো দলের। তা ও বিদেশি অ্যারিস্টাইড মিস করলেন পেনাল্টি। তার মতো ফুটবলারের কাছ থেকে এটা আশা করে নি দর্শকরা। গোটা ম্যাচে যদি সঠিকভাবে এগিয়ে চলো সংঘ খেলতো তাহলে গোলের ব্যবধান কম করে এক ডজন হতো। সেই জায়গায় ৫-০ গোলেই হলো ম্যাচের ফয়সালা। এর মধ্যে জোড়া গোল করলেন পারভেজ ভূঁইয়া। এছাড়া একটি করে গোল করেন নাইসা জমাতিয়া, অ্যারিস্টাইড এবং মুস্তাফা। অপরদিকে ফ্রেন্ডস ইউনিয়ন তাদের সাধ্য মতো আপ্রাণ প্রয়াস চালায় গোল পরিশোধ করার লক্ষ্যে। তবে দিনটাই হয়তো ছিল না তাদের। যার ফলে একটি গোল ও করতে পারলো না ফ্রেন্ডস ইউনিয়ন। সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো এগিয়ে চলো শিবির। ম্যাচের সেরা ফুটবলার হলেন এগিয়ে চলো সংঘের পারভেজ ভূঁইয়া। তার হাতে আর্থিক পুরস্কার তুলে দিলেন রাজ্যের প্রাক্তন ফুটবলার রাজু লামা।

