ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি.স.): ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাপ্তির পক্ষে ফের সওয়াল করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসি-তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির উপস্থিতিতে যৌথ সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি একই। আমরা একটি মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ ও সুরক্ষিত ইউক্রেন চাই এবং এই যুদ্ধের অবসান চাই।
কিভে রুশবাহিনীর প্রবল হামলার মাঝেই আমেরিকা সফরে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। বুধবার (আমেরিকার সময় অনুযায়ী) ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, আমার মনে হয় দু”দিন আগেই পুতিন বলছিলেন, এই যুদ্ধ তাঁর ধারণার চেয়ে অনেক কঠিন। তিনি ভেবেছিলেন ন্যাটো, পশ্চিমীকে ভেঙে দিতে পারেন, জোট ভেঙে দিতে পারেন, তিনি ভেবেছিলেন ইউক্রেনীয়রা তাঁকে স্বাগত জানাবেন- তিনি ভুল, ভুল এবং ভুল।”

