নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস-সহ বেশ কিছু বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, কিছু দল ভারত-চীন সীমান্ত ইস্যু ছাড়া কোনও কিছু ভাবছে না। অনুরাগ বলেছেন, এই বিষয়ে সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই একটি বিশদ বিবৃতি দিয়েছেন, অথচ কিছু দল সেনাবাহিনীর প্রতি আস্থা রাখছে না না।
সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, কংগ্রেস সর্বদা সেনাবাহিনীকে প্রশ্ন করেছে, তা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা ডোকলামে চিনকে দেওয়া উপযুক্ত জবাব।

