মণিপুরে দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস, হত ১৫ ছাত্র, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা, আশঙ্কা প্রশাসনের

ইমফল, ২১ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের ননে জেলায় সংঘটিত এক স্কুলবাস দুর্ঘটনায় ১৫ জন ছাত্রছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন।

প্রাপ্ত খবরে প্রকাশ, রিপোর্ট অনুসারে, আজ মঙ্গলবার সকালে ননে জেলায় অবস্থিত থাম্বলনু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অধ্যয়ন সফরে খুপুমের উদ্দেশ্যে যাচ্ছিল দুটি স্কুলবাস। কিন্তু ননে জেলার জুজাংটেক থানা এলাকার লংসাই তুবুং গ্রামের কাছে বিষ্ণুপুর-খুপুম রোডে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে ১৫ জন ছাত্রের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে দুর্যোগ মোকাবিলা এবং আধাসমরিক বাহিনী নিয়ে ছুটে যান জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এই খবর লেখা পর্যন্ত উদ্ধারকার্য চলছে বলে জানা গেছে। জেলার পুলিশ প্রশাসন জানিয়েছে, গোটা ঘটনার বিবরণ পরে প্ৰকাশ করা হবে। মর্মান্তিক দুর্ঘটনার খবর চাউর হলে গোটা রাজ্যে শোকের লহর প্রবাহিত হচ্ছে।