জয়পুর, ২১ ডিসেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রায় জনগণের সমর্থনে হতাশ বিজেপি। এই মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ভারত জোড়ো যাত্রা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া যে চিঠি লিখেছেন, তারই প্রেক্ষিতে বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, ভারত জোড়ো যাত্রায় লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় সরকার এতটাই ভীত যে কেন্দ্রীয় মন্ত্রী এমন চিঠি লিখছেন। আমাদের যাত্রা চলছে এবং আগামী দিনেও চলবে।
2022-12-21

