ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে দুই জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়া, ২১ডিসেম্বর (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৬.৪। এই প্রাকৃতিক দুর্যোগে দুজনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফার্নডেল এলাকার কাছে। এই জায়গাটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি। এর কেন্দ্রটি উপকূলের কাছে ১০ মাইল গভীরে ছিল। এটি ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে বেশ তীব্র ছিল। এ কারণে আরও ক্ষতি হয়েছে। আশেপাশের হামবোল্ট কাউন্টিতে রাস্তা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।