নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ রাজ্য বিধানসভা নির্বাচন আর মাত্র দুই মাস বাকি৷ তাই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডান,বাম ও রাম সকল রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের লড়াইয়ে রাজনৈতিক মাঠে নেমে পড়েছেন৷ এর মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যতিক্রম নয়৷ মঙ্গলবার বক্সনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভার মাধ্যমে যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ এই যোগদান সভায় সভাপতিত্ব করেন হাবিল মিয়া৷ তৃণমূল নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, মহিলা সভানেত্রী পান্নাদেব,যুব সভাপতি শান্তনু সাহা,কনভেনার জয়দুল হোসেন৷ এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৪১ পরিবারের ২১৫ জন ভোটার তৃণমূল কংগ্রেসের যোগদান করেন৷
2022-12-20

