বন্ধ ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, রহস্য

খোয়াই(ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি. স.) : নিজ ঘরেই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। খোয়াই জেলায় বারোবিল এলাকায় জয়দ্বীপ দেবের রহস্য মৃত্যু নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গত ১৮ ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে যাওয়ার সময় গাড়িতেই অসুস্থতা বোধ করেন জয়দ্বীপ। তাই, তিনি তখনই বাড়ি ফিরে আসেন। তিনি ঘরে একাই থাকতেন। গতকাল সারাদিন তাঁর কোন সাড়া শব্দ মিলেনি। আজ সকালেও তাঁর সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে সকলেই স্তম্ভিত হয়ে পড়েন।

মৃতের পরিবারের ওই সদস্যের কথায়, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাঁকে পরে থাকতে দেখা গেছে। তাঁর কাছে গিয়ে বুঝতে পেরেছি অনেক আগেই তিনি মারা গেছেন। এই অবস্থায় পরিবারের অন্য সদস্যরা চিত্কার চেচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মৃতের মুখে রক্তের ছাপ রয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে, ওই ব্যক্তির খুন হয়েছেন নাকি তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, জয়দ্বীপকে খুন করা হয়েছে। কিন্ত, দরজা ভেতর থেকে বন্ধ থাকার ঘটনায় খুনের বিষয়টি ভীষণ রহস্যজনক বলেই মনে করা হচ্ছে।