দরং (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : বাস এবং মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটর সাইকেল আরোহী। আজ সোমবার ঘটানটি ঘটেছে দরং জেলার দলগাম লালপুল এলাকায়।
জানা গেছে, ১৫ নম্বর জাতীয় সড়কে এএস ১৩ এন ৯০১৬ নম্বরের মোটর সাইকেল এবং এএস ২৫ এফসি ০৭৭৮ নম্বরের একটি আল্ট্রা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান হবিবুর রহমান নামের আরোহী। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা হবিবুরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।