শিলচর (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : মাদক-ট্যাবলেট ইয়াবা পাচারের গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য লাভ করেছে কাছাড় জেলার ধলাই থানার পুলিশ। আজ রবিবার ভোরে অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী লায়লাপুরে ধলাই পুলিশের নাকা চেকিঙে সন্দেহের বশে একটি ট্রাকে তালাশি চালিয়ে ৬২ প্যাকেটে আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন অভিযানকারীরা। এর সঙ্গে মাদক পাচারে জড়িত মণিপুরের তিন বাসিন্দাকে ধলাই পুলিশ গ্রেফতার করেছে।
আজ শিলচরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, দুর্নীতি ও পাচারচক্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাছাড় পুলিশ লাগাতার অভিযান অব্যাহত রেখেছে। নিষিদ্ধ নেশাসামগ্রী ড্রাগস হেরোইন, ব্রাউন সুগার, কোকিন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা সহ বার্মিজ সুপারি, পুস্ত, ইউরিয়া সার, বিদেশি গুলমরিচ প্রভৃতি বেআইনি পাচারচক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের নিরন্তর অভিযানে ব্যাপক সফলতা প্রকাশ্যে আসছে।
পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ধলাই থানার কর্তব্যরত পুলিশ বাহিনী মিজোরাম থেকে আগত এএস ১১ ডিসি ৮১৮৪ নম্বরের একটি বলেরো ডিআই মিনিট্রাক আটক করে তাতে তালাশি চালিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চেম্বার দেখেন। বিশেষ চেম্বার কেটে ৬২ প্যাকেটে মোট ৬,২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে মিনিট্রাককে আটক করে ধলাই থানায় নিয়ে আসে পুলিশ। সেই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত অভিযোগে পার্শ্ববর্তী মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের যথাক্রমে চূড়াচাঁদপুর জেলার মলচাম গ্রামের বাসিন্দা হেংকোহাও-এর ছেলে লাম্মিন্সেই (৩২), সহলংগাম লুংধিমের ছেলে থংমিনগউ লুংধিম (২২) এবং লাজাংফাই গ্রামের বাসিন্দা মাংনেহ চুল্লফাই-এর ছেলে গিংখোসেম (১৯) বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কলেজ পড়ুয়াও রয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত তিন পাচারকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট নিয়ে মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে প্রবেশ করেছিল গাড়িটি। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ১৫০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহাতো। তিনি বলেন, তদন্ত অভিযান জারি রয়েছে। ধৃতদের কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য আদায় করে মাদক ইয়াবা ট্যাবলেট পাচারের আন্তর্জাতিক স্তরের মাফিয়াদের আটক করতে সক্ষম হবে কাছাড় পুলিশ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশ সুপার নোমাল মাহাতো।