মেসির নামে মদনমোহন মন্দিরে পুজো দিলেন অনুরাগী

কোচবিহার, ১৮ ডিসেম্বর (হি.স.): আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা । তারপরই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কাতার বিশ্বকাপের ফাইনাল । ফুটবলের বিশ্বযুদ্ধে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবারই আর্জেন্টিনা তারকা নিওলেন মেসির শেষ বিশ্বকাপ। ফাইনালের লিওনেল মেসিতে মেসির নামে কোচবিহারের মদনমোহন বাড়িতে পুজো দিলেন তার সমর্থক শুভ্রজ্যোতি সিংহরায়। খাগড়াবাড়ির বাসিন্দা শুভ্রজ্যোতি বরাবরই মেসির অন্ধভক্ত। তার কোনও ম্যাচই দেখা বাদ দেন না তিনি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই তিনি দেখেছেন। শুভ্রজ্যোতি বলেছে, ‘আমি চাই এবার যেন মেসির হাতেই বিশ্বকাপ ওঠে। সেই কামনা করে মদনমোহন বাড়িতে মেসির নামে পুজো দিয়েছি।’

ফুটবলের বিশ্বযুদ্ধে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবারই আর্জেন্টিনা তারকা নিওলেন মেসির শেষ বিশ্বকাপ। শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। রবিবার রাতেই জানা যাবে কার ভাগ্যে উঠছে বিশ্বকাপ। কাতারে আয়োজিত বিশ্বকাপের ময়দান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের কোচবিহারের মদনমোহন বাড়িতেও চলছে মেসির নামে আরাধনা। কোচবিহারে মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। ব্রাজিল আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এখন অধিকাংশ মানুষই আর্জেন্টিনাকে সমর্থন করছেন। রাতে কোচবিহারের বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগিয়ে বিশ্বকাপ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।