কাল থেকে শান্তিরবাজারে ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।।উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। চরকবাই স্কুল মাঠে খেলবে শান্তিরবাজার স্কুল এবং সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল। জোলাইবাড়ি স্কুল মাঠে খেলবে কসমোপলিটন ক্লাব এবং জোলাইবাড়ি স্কুল দল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে আসর। এ বছর আসরে অংশ নিয়েছে ৭টি দল:‌ রেক্স ক্লাব, উত্তর তাউখোমা স্কুল, সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল, শান্তিরবাজার স্কুল (‌এ গ্রুপ), বাইখোড়া স্কুল, কসমোপলিটন ক্লাব এবং জোলাইবাড়ি স্কুল (‌বি গ্রুপ)। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগে উঠবে। ৩১ ডিসেম্বর সুপার লিগের শেষ ম্যাচ হবে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুং মগ ক্রীড়া সূচী ঘোষনা করেন। এদিকে আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে।‌‌