হোজাই জেলার ডবকায় মহিলার ঘরে অগ্নিসংযোগ

হোজাই (অসম), ১৭ ডিসেম্ভর (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত ডবকার দীঘলজারুনি গ্রামে জনৈক মহিলার ঘরে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুষ্কৃতী দল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। অগ্নিসংযোগকারীকে শনাক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন ভিক্তভোগী। এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

বিবরণে জানা গেছে, ডবকার দীঘলজারুনি গ্রামের জনৈক সায়না বেগম নামের মহিলা তার দুই সন্তানকে নিয়ে প্রতিদিনের মতো গতকাল রাতেও নিজের ঘরে ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় মধ্য রাতে তিনজনের এক দুষ্কৃতী দল তার ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘুমের ঘোরে সায়না বেগম তার ঘরে আগুনের শিখা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা।

প্ৰতিবেশীদের সহযোগিতায় কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্ৰিত হলেও ততক্ষণে জ্বলেপুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র সহ ঘরের একাংশ। ঘরোয়া কোন্দলের জেরে অগ্নিসংযোগের ঘটনা বলে অভিযোগপত্রে লিখেছেন সায়না বেগম। চিৎকার চেঁচামেচি করার সময় তিন দুষ্কৃতী পালিয়ে যেতে দেখে তাদের শনাক্ত করে রেখেছেন পরিবারের অন্য এক মহিলা। রশিদ আহমেদ, গিয়াস উদ্দিন এবং আজিজুল হক নামের তিন ব্যক্তির নামে ডবকা থানায় এজাহার দায়ের করেছেন সায়না বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *