BRAKING NEWS

সর্বদলীয় বৈঠক করলেন বিশালগড়ের মহকুমা শাসক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ ডিসেম্বর৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে শুক্রবার দুপুর বারোটায় বিশালগড় মহকুমা শাসক অফিসে মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক করলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস৷ এদিন এই বৈঠকে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ৷ এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে সিপিআইএম , বিজেপি, কংগ্রেস, তৃণমূল এবং  তিপ্রামথার নেতৃত্বরাও মহকুমা শাসকের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন৷ পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বলেন নির্বাচনকে সামনে যারা যারা  ৬ নম্বর ফর্মে নাম তুলার জন্য আবেদন জানিয়েছে এবং কাদের নাম কাটার জন্য কারা আপত্তি করেছে, কারা ভোটারদের নাম স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে, এই সব নামের তালিকা এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে তুলে দেওয়া হয়েছে, আগামীদিনে যেনো কোনো ধরনের অসুবিধা না হয়৷আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই পর্যন্ত ৫ বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করা হয়েছে এবং আগামদিনে ও করা হবে৷ তিনি বলেন সুষ্ঠ ভাবে নির্বাচন যেনো অনুষ্ঠিত সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে নামের তালিকার লিষ্ট তুলে দেওয়া হয়েছে৷যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে এখনো হেয়ারিং করে সংশোধন করা যাবে বলে মহকুমা শাসক জানান৷ তাছাড়া আগামী দিনের নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আহ্বান রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *