দু’দিনের সফরে শুভেন্দু অধিকারীর গড়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

কাঁথি, ১৭ ডিসেম্বর (হি. স.) : দু’দিনের সফরে পূর্ব মেদিনীপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার জন্য জেলায় এসেছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী। শনিবার দুপুর ১টা নাগাদ কাঁথি এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, এদিন পূর্ব মেদিনীপুর এসে পৌঁছলেন স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মহাতো। বিজেপির বিভিন্ন শাখা সংগঠন ও বিজেপির কর্মকর্তাদের নিয়ে এই দু’দিনে একাধিক বৈঠক করবেন তিনি। রবিবার ঘুরে দেখবেন কাঁথির বিভিন্ন এলাকা। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তিনি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় সরকারের শিশু ও নারী কল্যাণ দফরের মন্ত্রী স্মৃতি ইরানি।

এদিন সন্ধ্যায় কাঁথির নাচিন্দা মন্দিরে যাবেন পুজো দেবেন তিনি। এরপর আগামিকাল দুপুরে মধ্যাহ্নভোজ করবেন কাঁথি শহরের তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মানুষজনের বাড়িতে বলেই বিজেপি সূত্র বলছে। দিল্লি থেকে কলকাতা হয়ে সোজা তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথি হোটেলে এসে ওঠেন। বিশ্রামের পর হোটেলেই জেলা সভাপতি সুদাম পণ্ডিত, সহ সভাপতি অসীম মিশ্র, দুই সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী ,তাপস দোলাই ,জয়ী বিধায়করা সহ আরো বিশিষ্ট নেতৃত্বের সাথে বৈঠকে বসবেন বলে জানা গেছে।