গুয়াহাটি, ১৭ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার প্রাক–সন্ধ্যায় গুয়াহাটির গোপীনাথ বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা এবং রাজ্য প্রশাসনের শীর্ আধিকরিকরা।
গুয়াহাটিতে আজ রাতে মখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেবন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল সকালে তিনি চলে যাবেন মেঘালয়ের রাজধানী শিলঙে। শিলঙে অনুষ্ঠেয় উত্তর-পূর্ব পরিষদ (নর্থ-ইস্ট কাউন্সিল বা এনইসি)-এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। আগামীকাল উত্তর-পূর্ব পরিষদের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদান করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।