নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যে বিতর্কিত মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার নাড্ডা বলেছেন, চিন ও পাকিস্তানের ভাষায় কথা বলেন রাহুল গান্ধী। নাড্ডা বলেছেন, রাহুল গান্ধীর বক্তব্যের কারণে মনোবল হারিয়ে ফেলবে সেনাবাহিনী।
নাড্ডা আরও বলেন, ”রাহুল গান্ধীর বক্তব্যের যত নিন্দা করা হবে ততই কম। ভারতীয় সেনাবাহিনী বীরত্ব ও শক্তির প্রতীক। দেশের ওপর যখনই কোনও সংকট দেখা দিয়েছে, ভারতীয় সেনাবাহিনী তৎপরতার সঙ্গে দেশের নিরাপত্তায় নিয়োজিত হয়েছে। নাড্ডা আরও বলেছেন, আমরা জানি যে চীনের কমিউনিস্ট পার্টি কংগ্রেস পার্টির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রাজীব গান্ধী ফাউন্ডেশনকে চীনা দূতাবাস কীভাবে আর্থিক সাহায্য ও তহবিল দিয়েছে তা আমরা জানি। সম্ভবত এই কারণেই রাহুল গান্ধী বারবার চীন ও পাকিস্তানের ভাষায় কথা বলছেন।

