মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় আগুন লাগল পারেখ হাসপাতালের কাছে। শনিবার হাসপাতালের কাছে বিশ্বাস বিল্ডিংয়ের অবস্থিত জুনো পিৎজা রেস্তোরাঁয় আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।
অগ্নিকাণ্ডের সময় পারেখ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২ জন রোগী, প্রায় সকলেই শ্বাসকষ্ট অনুভব করেন। তারপর সমস্ত রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

