দক্ষিণ দিল্লির ফেওনিক্স হাসপাতালে আগুন, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল দক্ষিণ দিল্লির ফেওনিক্স হাসপাতালে। শনিবার সকালে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ পার্ট-১ এলাকায় অবস্থিত ফেওনিক্স হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আয়ত্তে এসেছে আগুন।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকালে ফেওনিক্স হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে। দমকলকে খবর দেওয়া হয় সকাল ৯.০৮ মিনিট নাগাদ। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।