বিলোনিয়ায় ক্রিকেট :  সুজনের শতকে জয়ী আমজাদনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। ঝড়ো শতরান। সুজন মিঁয়ার। সুজনের শতরানের কঁাধি ভর দিয়ে বড় ব্যবধানে জয় পেলো আমজাদনগর স্কুল। এছাড়া জয় পেলো বিলোনিয়া সরকারি ইংরেজি দ্বাদশ শ্রেণী স্কুল। মহগকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আমজাদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমজাদনগর স্কুল ২০৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে আর্যকলোনি স্কুলকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আমজাদনগর স্কুল ২৩৭ রান করে নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে। দলের পক্ষে সুজন মিঁয়া ৮৫ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২, আকাশ হুসেন ৩৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২,জয়দেব মজুমদার ৬৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং সার্জাদ হুসেন ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। জবাবে খেলতে নেমে আর্যকলোনি স্কুল মাত্র ২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রুদ্র সাহা ১০ রান করে। দিনের অপর ম্যাচে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ৮ রানে পরাজিত করে বড়পাথারি ব্লাডমাউথ ক্লাবকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ৭১ রান করে। দলের পক্ষে সন্দীপন চক্রবর্তী ২৩ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ব্লাডমাউথ ক্লাবের পক্ষে শুভ্রদীপ মজুমদার ৬ উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথ ক্লাবের ইনিংস গুটিয়ে যায় ৬৩ রানে। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের সন্দীপন চক্রবর্তী (‌৪/‌১১) সফল বোলার।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *