টেক্সাস, ১৭ ডিসেম্বর (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম টেক্সাস। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৫.৪০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। মিডল্যান্ডের প্রায় ১২ মাইল পূর্বে স্ট্যানটনে ভূমিকম্প অনুভূত হয়, কম্পন অনুভূত হয় পশ্চিম ওডেসা পর্যন্ত।
শুক্রবারের ভূমিকম্প টেক্সাসের ইতিহাসে তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, বহু মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন।