কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার তৃণমূল মুখপাত্র রিজু দত্ত নিজের টুইটার হ্যান্ডেলে ১৯৯৮ সালের মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর এই নিয়েই কড়া ভাষায় প্রতি আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
টুইটারে কড়া ভাষায় লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এই ধরনের নারীবিদ্বেষী মানসিকতার ব্যক্তিকে তৃণমূলের মুখপাত্র করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার। এই ব্যক্তির মহিলাদের প্রতি কিংবা মহিলাদের নিজেদের জীবন বেছে নেওয়ার প্রতি কোনও সম্মান নেই। মহিলাদের উপর অপরাধ বাড়ার জন্য এই ধরনের লোকেরাই দায়ী।”
ঘটনার কেন্দ্রে শাহরুখ-দীপিকা অভিনীত নতুন ছবি ‘পাঠান’-এর একটি গানের দৃশ্য। এ নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। আর এই নিয়েই বয়কটের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শাহরুখ খানও এই বিতর্কের বিষয়ে উষ্মাপ্রকাশ করেছেন। এই বিতর্কের মধ্যেই রিজুর টুইটারে মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানির একটি ভিডিয়ো শেয়ার। এবং, তাৎক্ষণিক তোপ লকেটের।