আগামীবছরের চুয়েট ২১থেকে ৩১ মে, নিট(ইউজি) ৭ মে অনুষ্ঠিত হবে: এনটিএ

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): আগামীবছরের সিইউইটি পরীক্ষা ২১থেকে ৩১ মে এবং মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট(ইউজি) ৭ মে অনুষ্ঠিত হবে বলে শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে।

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (চুয়েট) এর দ্বিতীয় সংস্করণ ২১থেকে ৩১ মে, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। “সব গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচী এই বছর আগেই ঘোষণা করা হয়েছে” বলে এনটিএর একজন সিনিয়র কর্তা বলেছেন।