নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): সেনাবাহিনীর সদস্য হিসেবে আমরা সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। বললেন ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কালিতা। শুক্রবার বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, শান্তি অথবা সংঘাত যাই হোক না কেন, প্রাথমিক কাজ হল বাহ্যিক অথবা অভ্যন্তরীণ ঝুঁকির বিরুদ্ধে দেশের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা। সমস্ত ধরনের ঘটনা এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।
অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় আর পি কালিতা বলেছেন, পিএলএ টহল লঙ্ঘন করেছিল, খুব দৃঢ়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল, উত্তর সীমান্ত বরাবর সীমান্ত এলাকা স্থিতিশীল। আমরা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আছি।”

