চলছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক ট্র্যাক নবীকরণের কাজ

গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : উপযুক্ত পরিস্থিতিতে রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ এবং রেল যাত্রীদের সুরক্ষিত ও আরামদায়ক ভ্রমণ-অভিজ্ঞতা প্রদান করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নভেম্বর (২০২২)-এ একাধিক ট্র্যাক নবীকরণের কাজ গ্রহণ করা হয়েছে।

নভেম্বরে ব্যালাস্ট থেকে ধুলো, বালু ছাই ইত্যাদির দুর্ভেদ্য স্তর পরিষ্কার করে ৭১.৭৩ কিমি সমতল ট্র্যাকের ডিপ স্ক্রিন করা হয়েছে এ বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত, যার ১৮৬.৪৭ কিমি ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। নভেম্বরে ২৫.২১ টিকেএম থ্রু স্লিপার নবীকরণ সম্পন্ন করা হয়েছে। যার ফলে সংশ্লিষ্ট মাসে ১০০.৬৭ টিকেএম পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। নভেম্বরে ২৮.২৫টি সমতুল্য সেটের থ্রু টার্নআউট নবীকরণ সম্পন্ন করা হওয়ায় সংশ্লিষ্ট মাসে ১২২ সেট পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। ওই মাস ১৩টি ব্রিজের পুনর্বাসনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট মাসে ১৪৪টি ব্রিজ পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। নিয়মিত বিরতিতে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ করার ফলে ট্রেনের মসৃণ পরিচালনা সম্ভব হয়েছে এবং যাত্রীদের উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতাও প্রদান করা হয়েছে।

এছাড়া, নভেম্বর মাসে ইউএসএফডি (আল্ট্রা সোনিক ফ্ল ডিটেকশন) মেশিন দিয়ে ১৭১৩.৩৯ কিমি ট্র্যাক পরীক্ষা করা হয়েছে। যার ফলে সংশ্লিষ্ট মাস পর্যন্ত ১৪০৮৫.৭৪ কিমি ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। ইউএসএফডি প্রযুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত ত্রুটি শনাক্ত করে সুরক্ষার জন্য ত্রুটিযুক্ত রেল সরিয়ে ফেলা হয়।

রেলওয়ে ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থার ওপর বর্ধিত গুরুত্ব প্রদান করার ফলে গতি বৃদ্ধি ও উন্নত ভ্রমণ-অভিজ্ঞতার পাশাপাশি ট্রেনের নিরাপদ চলাচলও সম্ভব হয়েছে। এক প্রেসবার্তায় এই খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।