রঞ্জি ট্রফি : শেষ দিন শুক্রবার, ১ম ইনিংসে লিডের পর ত্রিপুরার সামনে গুজরাট জয়ের হাতছানি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। প্রথম ইনিংসে লিড নিয়েছে ত্রিপুরা। তার চেয়েও বড় খবর রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে সরাসরি জয়ের হাতছানি রয়েছে ত্রিপুরার সামনে। তবে এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে বৈকি! প্রথমত চতুর্থ তথা অন্তিম দিনের খেলা শুরুতে ৩০-৪০ মিনিটের মধ্যে গুজরাটের অবশিষ্ট চার উইকেটের পতন ঘটাতে হবে। টার্গেট থাকবে ২০০ রানের মধ্যে। চতুর্থ ইনিংসে হিসেব কষে প্রথম সারির ব্যাটার্সদের কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে জয় হাসিল করে নিতে হবে। ঘরের মাঠে বিশেষ করে আগরতলার এমবিবি স্টেডিয়ামে প্রতিপক্ষ গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের স্ট্যাটাস অনেকটা এইরকম। কাজটা মোটেও সহজ নয়, তবে ঐকান্তিক প্রয়াস নিলে আবার তা কঠিনও নয়। গুজরাটের প্রথম ইনিংসের ২৭১ রানের জবাবে ত্রিপুরা দল ২৯৩ রানে ইনিংস শেষ করে। ২২ রানে লিড পায় ত্রিপুরা। যদিও এই লিড নেওয়ার পেছনে প্রথমদিকে সুদীপ চ্যাটার্জির ৫৮ রান, শ্রীদাম পালের ৫৭ রান এবং শেষ দিকে রজত দে-র ৬৩ রান এবং মনি শংকর মুড়াসিংয়ের ১৬ রানের বিশেষ ভূমিকা রয়েছে। রানা দত্তের অলরাউন্ড পারফরম্যান্সও এক্ষেত্রে উল্লেখের দাবি রাখে। ২২ রানে পিছিয়ে থেকে গুজরাট তাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৬ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। অধিনায়ক পাঞ্চাল প্রথম ইনিংসের মতোই দায়িত্ব কাঁধে নিয়ে অপরাজিত ভূমিকায় ৬৩ রানে নাইট ওয়াচম্যান হিসেবে থেকে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করছেন। বোলিংয়ে মনিশঙ্কর দ্বিতীয় ইনিংসেও বেশ সাফল্য পেয়েছে, এ পর্যন্ত ৭১ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়ে। আগামীকাল ম্যাচের অন্তিম দিনের প্রথম এক ঘণ্টাতেই ম্যাচের হাল হকিকৎ পরিষ্কার রূপ পাবে বলে ধারণা। সংক্ষিপ্ত স্কোর: গুজরাট প্রথম ইনিংসে ২৭১ রান, দ্বিতীয় ইনিংসে ২০৪/৬। ত্রিপুরা প্রথম ইনিংসে ২৯৩ রান