নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স.): বৃহস্পতিবার ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এদিন টুইটারে বিড়লা লিখেছেন, “আধুনিক ভারতের স্থপতি, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” স্পিকার বলেন, তাঁর জীবন প্রতিটি ভারতীয়কে দেশের ঐক্য ও অখণ্ডতাকে আরও শক্তিশালী করার জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।
এছাড়া মাইক্রো-ব্লগিং সাইটে গিয়ে প্যাটেলকে শ্রদ্ধা জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি টুইট করেছেন,”সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর পুণ্য তিথিতে আমার শ্রদ্ধা জানাই। একজন দূরদর্শী নেতা, প্রতিশ্রুতিবদ্ধ সমাজ সংস্কারক এবং একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী, তার উত্তরাধিকার কখনোই বিস্মৃত হবে না।”

